Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে গুরুতর রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছাবে রেডক্রিসেন্ট

অক্সিজেন সংকটে পড়া রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিট। ১৬ জুলাই শুক্রবার থেকে এই সেবা চালু করবে তারা।

জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে চিকিৎসা নেবার ক্ষেত্রে কারো যদি অক্সিজেন দরকার হয়, রেডক্রিসেন্ট থেকে তা সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, আপাততঃ এক মাসের জন্যে এই সেবাটি চালু হবে। প্রয়োজন বুঝে তা বাড়ানো হতে পারে। রেডক্রিসেন্ট থেকে ৫টি সিলিন্ডার সরবরাহ করা হবে। ১০ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক এই দায়িত্বে নিয়োজিত থাকবেন। ১৪ জুলাই বুধবার সিভিল সার্জন কার্যালয়ে স্বেচ্ছাসেবকদেরকে সিলিন্ডার ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

রেডক্রিসেন্টের বান্দরবান ইউনিট লেভেল অফিসার মোঃ মোশারেফ হোসেন জানান, জরুরি অক্সিজেনের প্রয়োজনে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে: ০১৮৪৪৪৬৯৭৩৭

শেয়ার করুন
Exit mobile version