নবান্দরবানের আইম্মা ওলামা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও শানে রেসালাত সম্মেলনে আগামি ১৬ ও ১৭ ফ্রেব্রুয়ারী বান্দরবান শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
১৫তম এ সম্মেলনে দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, পীর মাশায়েখ ও ওলামায়ে ক্বেরামগণের সাথে আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানের প্রথম দিনে বিকেল তিনটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ক্বেরাত মাহফিলে তেলাওয়াত করবেন মিশর, তানজানিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ইসলামিক ব্যক্তিত্বগণ।
দ্বীতিয় দিনের শানে রেসালাত সম্মেলনে ত্বাকরীর পেশ করবেন- জামিয়া ইসলামিয়া পটিয়ার জ্যেষ্ঠ শিক্ষক আল্লামা উবাইদুল্লাহ হামযাহ্, আল্লামা আকতার হোসাইন আনোয়ারী, আল্লামা জাফর সাদেক, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, বান্দরবান থানা জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী নুরুল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র্পাবত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান বাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান।
বান্দরবান আইম্মা ওলামা পরিষদ ও মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ এহসানুল হক আল মুঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্মেলনটি সফল করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।