প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের লামায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

বান্দরবানের লামায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

বান্দরবানের লামা উপজেলায় ১০০পিস ইয়াবাসহ এক ইউপি মেম্বার ও ৩ জনকে আটক করেছে পুলিশ। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, শনিবার রাত ৩টার দিকে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ইউপি সদস্য আব্দুল মালেকের বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে ও ইউপি মেম্বার আব্দুল মালেক (৩৯), একই এলাকার মোহাস্মদ আলীর ছেলে নুরুল আক্তার রানা হামিদ (২৭), আব্দুল মতিনের ছেলে মো. আইয়ুব আলী (২১) ও লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আহাম্মদ হোসেন ইরাক (২৪)।
-লামা (বান্দরবান) প্রতিনিধি

শেয়ার করুন