![bandarban-ruma-road-accident](https://kholachokh.press/wp-content/uploads/2024/01/bandarban-ruma-road-accident-696x522.jpg)
বান্দরবানের রুমার বগালেক সড়কে জীপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ পর্যটক। ২০ জানুয়ারি শনিবার সকালে কেওক্রাডং থেকে বগালেক আসার পথে দার্জিলিং পাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজা বেগম (৫০) ও জয়নব খাতুন (২৪)। তারা দু’জনই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন- ঢাকার বাসিন্দা রাফান (১২), কুমিল্লার বাসিন্দা উষসী নাগ (১৫) ও ডা. জবা রায় (৪৫), কুষ্টিয়ার বাসিন্দা মাহফুজা ইসলাম রুমা (৪৫) ও আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাসনিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ ৪টি জিপ (চাঁদের গাড়ি) নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যান। সেখানে রাত যাপন শেষে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়ার কাছে পাহাড়ের ঢালুতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ফিরোজা খাতুন ও জয়নব নামের দু’জন। আহত হযন আরো ১০ জন।
খবর পেয়ে সেনা সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক জানান- পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি কেওক্রাডং থেকে বগালেক আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।