বান্দরবানের টাইগার পাড়া বিহারে দানোত্তম কঠিন চিবর দানোৎসব

বান্দরবানের টাইগার পাড়া অষ্টিবংশতি বৌদ্ধ বিহার ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অতিথি হিসেবে যোগ দেন পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের স্থানীয় গণমান্য ব্যক্তিগণ।

উৎসবকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বিহারে আসতে শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিককে শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেন অসীম বড়ুয়া।

উৎসব উপলক্ষে বিহারে আয়োজন করা হয় ধর্মালোচনা সভা। এতে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলন ভদন্ত এস লোকজিত থের। ধর্দেশক ভদন্ত শীলানন্দ মহাথের, ভদন্ত লোকপ্রিয় মহাথের,  ভদন্ত দেবমিত্র মহাস্তবির, ভদন্ত সংঘপ্রিয় মহাথের, ভদন্ত দীপঙ্কর থের, ভদন্ত বোধি মিত্র থের।

 

শেয়ার করুন