Khola Chokh | Bangla News, Entertainment & Education

বর্ষায় কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ?

বর্ষার সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। তবে এই সৌন্দর্যের পাশাপাশি পোহাতে হয় কিছু ভোগান্তিও। কাপড় শুকানো নিয়ে বিড়ম্বনা তার মধ্যে অন্যতম। ছাদে কিংবা উঠানে শুকাতে দিলেন, একটু পরেই ঝরঝর বৃষ্টি! কি আর করা, ঘরেই দড়ি টাঙিয়ে শুকানোর বন্দোবস্ত করা হয়।

কিন্তু এভাবে কাপড় শুকালেও দুর্গন্ধ থেকেই যায়। সাধারণত জীবাণু, ছত্রাক ইত্যাদি থেকে কাপড়ে আসে দুর্গন্ধ। রোদে শুকানো হলে সূর্যের তাপে এই জীবাণু আসতে পারে না। কিন্তু এসময় রোদের দেখা সব দিন পাওয়া যায় না। তাই জেনে নিন কাপড়ের স্যাঁতসেঁতে দুর্গন্ধ দূর করার উপায়।

শেয়ার করুন
Exit mobile version