বেগম রোকেয়া ও একুশে পদক প্রাপ্ত খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শোভা রানী ত্রিপুরা দম্পত্তিকে বসবাসের জন্য টিন সেট পাকা বাড়ী করে দিল মহালছড়ি সেনা জোন।
মঙ্গলবার সকালে রাখাইন ত্রিপুরা পাড়ায় এ আবাসন ব্যবস্থার শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ সময় মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল মোশতাক আহমদ, মহাছড়ি জোনের মেজর আতিকুল হক,মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান রতন শীল গন্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শোভা রানী ত্রিপুরা ২০১৭ সালে সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বিশেষ অবদান ও তার স্বামী মংছেনচিং সাহিত্যে ২০১৬ সালে একুশে পদক পান। ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাড়ী পেয়ে আনন্দিত এ দম্পত্তি।
অপরদিকে সেনা বাহিনীর পার্বত্যবাসীর পাশে সব সময় আছে এবং এ ধরনের সেবামুলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান মহালছড়ি জোনের অধিনায়ক।
খাগড়াছড়ি প্রতিনিধি