দুই দিনের কর্মবিরতিতে বান্দরবান পৌরসভার কর্মীরা

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবার দাবিতে দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। সোমবার সকাল থেকে পৌর কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা। পৌরসভার সব বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থী জনগণ। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে এই কর্মসূচি চলতে থাকবে। একই দাবিতে বান্দরবানের লামা পৌরসভায়ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারিরা।

শেয়ার করুন