ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এসময় ঢাকার বিমান বাহিনীর বঙ্গবন্ধু এয়ারবেজে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বঙ্গবন্ধু এয়ারবেজ থেকে তিনি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আসেন। তিনদিন ঢাকায় অবস্থানকালে তিনি এখানেই থাকবেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি বিশেষ প্লেনে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান রাজনাথ সিং ও তার সফর সঙ্গীরা।

​ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানান আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় তারা কুশল বিনিময় করেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন