জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে রবিবার ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
পরে সেখানে তিনি কিছু সময় নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল সশস্ত্র সালাম জানায়।
পরে সেখানে প্রধানমন্ত্রী শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।