
বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এর নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারিসহ চার দফা দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বান্দরবান ইউনিট।
সকালে (রোববার) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বান্দরবান ইউনিটির আয়োজনে বান্দরবান সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ২০১০ সালের ৮ ডিসেম্বর জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি গৃহীত হলে ও অদ্যবধি বেসরকারী কলেজ জাতীয়করণের কোন বিধিমালা প্রণতি হয়নি, অথচ জাতীয়করণ চলছে অব্যাহতভাবে , এই ধরণের কার্যক্রম মহান জাতীয় সংসদকে অবমাননার শামিল। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বেসরকারি কলেজ জাতীয়করণসহ অন্য যে কোন প্রক্রিয়ায় শিক্ষক আত্তীকরণ সমর্থন করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ ও সঙগঠনের সভাপতি প্রফেসর মো:মকছুদুল আমিন, সাধারণ সম্পাদক মো:মোর্শেদ আলীসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।