বান্দরবান প্রতিনিধি।। রাজবিলায় ভাড়ায় চালিত একজন মোটরসাইকেল চালকের উপর হামলার ঘটনায় ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে জনসংহতি সমিতির ডাকা বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে শহরে মধ্যম পাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয় । এরপর দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে দলের নেতাকর্মীরা। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ এবং যুব সমিতির নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেএসএস জেলা সভাপতি উছোমং মারম, মহিলা সমিতির সভাপতি এবং সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ওয়াইচিংপ্রু মারমা।
এসময় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি মামলা করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।
১৫ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক আব্দুল আলীমের কাছে চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গুলি করা হলে লক্ষ্যভ্রস্ত হয়।
পরে আব্দুল আলীম বাদী হয়ে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানসহ জনসংহতি সমিতির ২৪ জনের নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় হত্যার চেষ্টা এবং চাঁদাবাজির মামলা করে।