Khola Chokh | Bangla News, Entertainment & Education

ঘরে বসেই আপনার আংটির মাপ নির্ণয় করবেন যেভাবে

অনলাইনে কেনাকাটা করতে এখন অনেক কিছুর সাইজ নিজে নিজে বের করতে হয়। কাউকে কিছু উপহার দেবেন, তাতেও জানতে হবে তার সঠিক সাইজ। এজন্যে ঘরে বসেই সাইজ জানার কিছু পদ্ধতি আছে।

অঙ্গন-এর পায়ের আংটি

এখানে আমরা জানবো, কীভাবে আংটির সাইজ জানতে হয়।

যা যা লাগবে-
১. সাদা টেপ বা একটু মোটা সুতা
২. কলম
৩. মিলিমিটারে দাগ কাটা স্কেল

যা যা করতে হবে-

আংটির সাইজের চার্ট। ছবি: অঙ্গন

আংটির মাপ নেয়ার এর চেয়ে সহজ উপায় আর হয়না। আশা করি এরপর থেকে অনলাইনে আংটি কিনতে আপনাদের আর কোন সমস্যা হবেনা৷

লেখক: স্বত্ত্বাধিকারী, অঙ্গন। ফেইসবুক পেইজের লিংক: অঙ্গন

শেয়ার করুন
Exit mobile version