দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘পরিকল্পিত মিথ্যা মামলায়’ হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শনিবার বিকেলে শহরের মাদ্রাসা শপিং কমপ্লেক্স থেকে কর্মসূচির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে এক পর্যায়ে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিলে বাধা দিয়ে পুলিশ ব্যানার ফেষ্টুন কেড়ে নেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। পরে বাজারের তিন নম্বর গলিতে বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সভাপিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবদুল মাবুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকারের পতনের সুর ছাড়া অার কিছুই নয়। অাগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই সরকার দেশনেত্রীর বিরুদ্ধে ঘৃন্য ষড়যন্ত্রসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।