Khola Chokh | Bangla News, Entertainment & Education

খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জনসহ ৬জনের বিরুদ্ধে দুদকের মামলা: আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি।। স্বাস্থ্য বিভাগের নিয়োগে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙামাটির বর্তমান সিভিল সার্জনসহ ৬জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এই ঘটনায় উদয়ন চাকমা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।

২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে নিয়োগে জালিয়াতি ও আর্থিক সুবিধা নিয়ে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলায় সেই সময় নিয়োগ বোর্ডের আহবায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডঃ শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা। এই ঘটনায় চাকুরিপ্রার্থী দুইজন ও নিয়োগ বোর্ডের ৪জনকে আসামী করে মামলা করা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version