Khola Chokh | Bangla News, Entertainment & Education

খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তা সচেতনতার সেমিনার

আল-মামুন, খাগড়াছড়ি ॥ জনগণকে সড়কের নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ‘নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন’। বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভা ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে পৌর টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই। অসচেতনতার কারণে দিনদিন দুর্ঘটনাও বাড়ছে। যাত্রী-চালকসহ পথচারীদের ঝুঁকিমুক্ত রাখতে সব ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। তাছাড়া অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো বন্ধ এবং ফিটনেসবিহীন গাড়ি সড়কে ব্যবহার না করার জন্যেও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

পৌরসভার মেয়র মোঃ রফিকুল আরমের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ।

শেয়ার করুন
Exit mobile version