খাগড়াছড়ি প্রতিনিধি।। পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বুধবার সকালে দিবস উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন প্রমূখ।
বক্তারা বলেন, জনসংখ্যা প্রতিটি দেশের জন্য সম্পদ। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করছে। যার ধারাবাহিকতায় দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে।