Khola Chokh | Bangla News, Entertainment & Education

বালু ও ড্রেজার মেশিন জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুইটি এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু ও দু’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ অভিযান পারিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় তৈকর্মা ছড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি ও হাফছড়ির সিন্দুকছড়ি সড়ক সংলগ্ন এলাকায় ছড়া থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দুইটি ড্রেজার মেশিন এবং একস্তুপ বালু জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন দুইটি হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাখার নির্দেশ দেওয়া হয়। পরে তাৎক্ষনিক উপস্থিত নিলামে জব্দকৃত বালু এক লক্ষ টাকায় বিক্রি করা হয়।

অভিযানে গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য আরমানসহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version