Khola Chokh | Bangla News, Entertainment & Education

খাগড়াছড়িতে এসএম শফি স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল

খাগড়াছড়িতে পার্বত্য হ্যোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম শফি’র স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল করেছে কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক-চিকিৎসকরা।

বুধবার দুপুরে জেলা শহরের শব্দমিয়াপাড়াস্থ হ্যোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোক সভার শুরুতে কলেজ উপাধ্যক্ষ ডা. জ্যোতি বিকাশ চাকমা শোক প্রবন্ধ পাঠ করেন। এরপর মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ এর সভাপতিত্বে এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

এতে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের জনকল্যানের অগ্রদূত এস এম শফি। গুনী মানুষরা কখনো মরে না। তারা ভালো কাজের মধ্য দিয়েই সকলের হৃদয়ে বেঁচে থাকে যুগ যুগ ধরে। এস এম শফিও তাদের একজন।

কলেজ অধ্যক্ষ ডা. মোঃ কাজী তোফায়েল আহম্মদ এর সঞ্চালনায় সভাটিতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, হ্যোমিওপ্যাথিক বোর্ডের ম্যানেজিং কমিটির সদস্য ডা. এ কে এম ফজলুল হক ছিদ্দিক, হ্যোমিপ্যাথিক কলেজের বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা. মনোরঞ্জন দেব, পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ডা. সমীরণ চৌধুরী প্রমূখ।

গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন পার্বত্য হ্যোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি জেলা যুগ্ম সম্পাদক এসএম শফি।

শেয়ার করুন
Exit mobile version