কোষ্টারিকার জনি এ্যাকোস্তা খেলবেন ইন্ডিয়ান লীগে !

বিশ্বকাপ খেলুড়ে দেশ কোস্টারিকা জাতীয় দলের অন্যতম ফুটবলরার জনি এ্যাকোস্তা ইন্ডিয়ান ফুটবল লীগ (আই এসএল) এ ইষ্ট বেঙ্গলের হয়ে চুক্তি বদ্ধ হয়েছেন।

কলম্বিয়ার রিনাগ্রো আইগুইলাসের হয়ে খেলা এই ফুটবলার ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। কোস্টারিকার এই ফুটবলারকে চু্ক্তিবদ্ধ করে ভারতের ফুটবলে নতুন ইতিহাস গড়ল ইষ্ট ইন্ডিয়া।

শেয়ার করুন