কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমসের শেষ ষোলোয় উঠতে পারলেও উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

শুক্রবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়ার যুব দলটি। বিরতির পর ব্যবধান ৩-০ হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাদ উদ্দিন বল জালে জড়িয়ে বাংলাদেশ দলকে এনে দেন সান্ত্বনার গোল।

এর আগে গত রোববার এশিয়ান গেমসের শক্তিশালী দল কাতারকে হারিয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশের যুব ফুটবল দল।
শেয়ার করুন