Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনা: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৬৯৫

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এছাড়া কোভিড-১৯ এ ভুগে আরও ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। তাদের ১৯ জন ঢাকা বিভাগের ও ১৮ জন অন্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতরের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সময় জানান, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯০ জনে।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

শেয়ার করুন
Exit mobile version