Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনা: একদিনে মৃত্যু ৪২, আক্রান্ত ২ হাজার ৭৩৫

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪২ জন। এছাড়া এ সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে ২ হাজার ৭৩৫ জন। তাতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। মোট শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ১০ হাজার ৯৩১টি।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৪ হাজার ৫৬০ জন।

শেয়ার করুন
Exit mobile version