Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনা: আজ আক্রান্ত শনাক্ত ৩২৪০ জন, মৃত ৩৭

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জনে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৫ হাজার ৫৭৯টি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হলেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

শেয়ার করুন
Exit mobile version