Khola Chokh | Bangla News, Entertainment & Education

এক কোডেই জেনে নিন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে

আপনার নামে আপনার অজান্তেই রেজিস্ট্রেশন করা সিম কোনো অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছেনাতো? আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী আপনারই নামে অসংখ্য সিম কিনে নেয়নিতো? ভূয়া পরিচয়ে সিম কেনা ও এর অপব্যবহার ঠেকাতে এবার আরো কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১৫টির বেশি সিম কেনা যাবেনা। ৩১ ডিসেম্বরের মধ্যে কারো নামে ১৫টির বেশি সিম থাকলে সেগুলো নিষ্ক্রিয় করতে বলা হয়েছে।

যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে এই কোডটি ডায়াল করে জানা যাবে কোনো ব্যক্তির নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।

 

আপনার নামে কয়টি সিম রেজি. করা আছে জানতে

ডায়াল করুন    *16001#

ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট দিয়ে রিপ্লাই করুন। এসএমএস এর মাধ্যমে তালিকা পেয়ে যাবেন।

…………………………………………………….

জনস্বার্থে: খোলা চোখ ডটকম

শেয়ার করুন
Exit mobile version