বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার জন্য একে সুখবরই বলা যেতে পারে! গ্রুপ পর্বের শেষ ম্যাচের হয়তবা মাঠে থাকছেন না প্রতিপক্ষ নাইজেরিয়ার অধিনায়ক ওবি মেকেল!
দলটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক খবর নিশ্চিত করেছেন কোচ গার্নত রোর নিজেই, ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের একজন খেলোয়াড় চোটে পড়েছেন এবং সে আমাদের অধিনায়ক।’
আইসল্যান্ডের বিপক্ষে শেষ দিকে হাতে চোট পান মেকেল। কিন্তু তার আগেই খেলোয়াড় বদলির কোটা শেষ হয়ে যাওয়ায় তাঁকে মাঠ থেকে তুলতে পারেননি কোচ । তবে তার খেলার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন কোচ। বলেছেন, ‘আমি মনে করি সে খেলতে পারবে। এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’