Khola Chokh | Bangla News, Entertainment & Education

আনন্দ শোভাযাত্রা শেষে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ

এন এ জাকির বান্দরবান।। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় রাজার মাঠে এ ঘটনা ঘটে।  ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের জরুরি সভায় ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। তারা হলেন, জেলা ছাত্রলীগের নেতা ও সদস্য জুনায়েদ হাসান, সাইফুল ইসলাম আকাশ, শুভ দাস এবং মামুনুর রশিদ।

এদিকে রাতে এ ঘটনায় ৯জনকে অভিযুক্ত করে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আহত ছাত্রলীগ নেতা আবিদ হাসান ফাহিম এ অভিযোগ করেন। অভিযুক্তরা চাত্রনেতারা হলেন,  শুভ দাশ,  সাইফুল ইসলাম আকাশ,  জোনায়েদ হোসেন,  শাহীন,  হাসান,  জনি, পরশ,তানজীদ এবং টিটু।

পুলিশ ও দলীয় নেতারা জানান রবিন বাহাদুরের সংবর্ধনার গাড়ী বহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রনেতা আকাশ ও ফাহিমের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ফাহিম এবং আকাশ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় উভয়ের অনুসারীরা পরে সংঘর্ষে জড়ায়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ জানান, সমাবেশ শেষে জুনিয়রদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ধ্রুত বিষয়টি সমাধান করে দেয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন,পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version