Khola Chokh | Bangla News, Entertainment & Education

আইএস দমনে যুদ্ধবিমান দেবে না নেদারল্যান্ডস, চাপে মার্কিন জোট

ইরাক ও সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে মার্কিন জোটকে যুদ্ধবিমান দিয়ে আর সহযোগিতা করবে না। নেদারল্যান্ডস সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ডাচ সরকার একটি বিবৃতিতে দিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন আইএসের বিরোধী জোটে হল্যান্ডের এফ-১৬ বোমারু বিমান মোতায়েন রাখার মেয়াদ আগামী ৩‌১ ডিসেম্বর শেষ হবে। এরপর আর সেই মেয়াদ বাড়ানো হবে না। অর্থাৎ কোনও যুদ্ধবিমান আর দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাচ সরকার ইরাক ও সিরিয়া থেকে নিজের চারটি এফ-১৬ বোমারু বিমান দেশে ফিরিয়ে নেবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনের সময়ে সিরিয়া ও ইরাকে আইএসের বিরোধী যুদ্ধ চালানোর জন্য সামরিক জোট গঠন করা হয়। হল্যান্ড এতদিন সেই জোটের সদস্য ছিল। কিন্তু এখন থেকে আর তা হচ্ছে না। নেদারল্যান্ডস’র এই সিদ্ধান্তে চাপে আইএসের বিরুদ্ধে লড়া এই মার্কিন জোট।

শেয়ার করুন
Exit mobile version